বরিশাল
মুলাদীতে সংঘর্ষে প্রাণ গেলো দুই ভাইয়ের
মুলাদী প্রতিবেদক ॥ বরিশালের মুলাদী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। নিহত যুবকরা হলেন হেলাল ব্যাপারি ও কামাল ব্যাপারি। তারা পরস্পর সহোদর ছিলেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন অশ্রু জানান, স্থানীয় হাজী ও আকন গ্রুপের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সোমবার রাত সাড়ে ৮টার দিকে ছবিপুর ও বাটামারা ইউনিয়নের সীমান্তবর্তী চাকলা বাজার এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেলাল বেপারী নিহত হয়েছেন ও তার ভাই কামাল বেপারীর লাশ পরে উদ্ধার করা হয়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মজিবুর রহমান সরদার জানান, এলাকার আধিপত্য নিয়ে স্থানীয় আকন ও হাজী গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ। কয়েক বছর আগে আকন গ্রুপের আনিছ হাওলাদার খুন হন। যে ঘটনায় মামলা দায়েরের পর দীর্ঘ বছর এলাকা ছাড়া ছিলেন হাজী গ্রুপের হেলাল বেপারী ও কামাল বেপারী। ১০-১৫ দিন আগে তারা এলাকায় ফিরে আসেন।
তিনি আরও জানান, সোমবার সকালে দাদন হাওলাদারের পক্ষে কিছু লোক হেলমেট পড়ে ঢাকা থেকে লঞ্চযোগে এলাকায় আসে। আর এলাকায় আসার পরেই উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার সময় বোমা ফাটিয়ে এলাকার বাজারে আতঙ্ক সৃষ্টি করা হয় এবং হেলাল বেপারীকে কুপিয়ে ঘটনাস্থলেই খুন করা হয়। নিহতের ছোট ভাই কামাল বেপারী নিখোঁজ রয়েছেন বলেও জানান মজিবুর রহমান সরদার।
মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল সোমবার রাতে জানান, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামে দীর্ঘদিন আকন ও হাজি গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যা থেকেই দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে হেলাল ব্যাপারি ও কামাল ব্যাপারি নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি আরও বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘ডিবি ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন থানা পুলিশের কর্মকর্তারা।