বরিশাল
মুলাদীতে ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক : বরিশালের মুলাদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৮জন শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার সকাল ১১টায় শহীদ আলতাফ মাহমুদ অডিটরিয়ামে প্রতিজনকে দুই লাখ টাকা করে ১৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
মুলাদী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আবু ছালেহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুর জব্বার, বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মো: বাবর, বরিশাল মহানগরের শূরা ও কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মুলাদী উপজেলার সাবেক চেয়ারম্যান আঃ ছাত্তার খান, মুলাদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মো: আবিদুর রহমান হুমায়ুন, মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব মো: কাজী কামাল ও বিশিষ্ট ব্যাংকার মাও: মো: সালাউদ্দিন কাওসার।
মাও: আব্দুল মালেক ও মাও: আব্দুল মোতালেব-এর পরিচালনায় বক্তব্য রাখেন কাজিরহাট থানার জামায়াতে ইসলামীর আমির মাও: মো: আবুল হোসেন, হিজলা উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো: নুরুল আমিন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: শহিদুল ইসলাম ও মুলাদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও: মো: আব্দুল মালেক, বরিশাল জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মো: আব্দুল কাদির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুলাদী উপজেলার সমন্বয়ক মো: ছাজেন মাহমুদ প্লাবন।
শহীদ পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, শহীদ জিহাদের গর্বিত বাবা মো: মোশাররফ হোসেন পাইক ও শহীদ রিয়াজের গর্বিত বড় ভাই মো: রেজাউল করিম। মুলাদী উপজেলার সাফিপুর ইউনিয়নের খৈলারচর গ্রামের শহীদ হাফেজ মো: সিফাত হোসেন, মুলাদী উপজেলার দক্ষিণ কাজিরচর গ্রামের শহীদ মো: জিহাদ হোসেন, হিজলা উপজেলার বড় জালিয়া খুন্না গোবিন্দপুর গ্রামের শহীদ মো: শাহীন রাড়ী, হিজলা উপজেলার বড় জালিয়া বাহেরচর গ্রামের শহীদ মো: আতিকুর রহমান, হিজলা উপজেলার বড় জালিয়া খুন্না গোবিন্দপুর গ্রামের শহীদ মো: রিয়াজ, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া পান বাড়িয়া গ্রামের শহীদ শাওন খান, মহেন্দিগঞ্জ উপজেলার বাজিৎ খা ইউনিয়নের শহীদ মো: আসিব ও কাজিরহাট থানার ভাষাণচর ইউনিয়নের শীহদ মো: মারুফ এই আটজন পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
প্রধান অতিথি বলেন, ‘আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি। হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে। যে হাসিনা সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করেছে মহান আল্লাহ তায়ালা সেই হাসিনাকে দেশ থেকে বিদায় করে দিয়ে জামায়াত শিবিরকে এ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করেছে।
যারা শহীদ হয়েছে তারাতো চলে গেছে তাদের দেয়ার কিছু নেই। তাদের পরিবারের কাছে গিয়ে সান্ত্বনা দিতে এসেছি। তাদের পরিবার বিপদে আপদে পরলে পাশে গিয়ে দাঁড়াবো এবং জামায়াতের লোকজন সবসময় তাদের পাশে থাকবে। ইনশআল্লাহ।তিনি আরো বলেন, ‘দেশের মধ্যে নানা ষড়যন্ত্র চলছে ধৈর্য্যরে সাথে মোকাবেলা করতে হবে। কোন লীগই ষড়যন্ত্র করে এ দেশের ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলেছেন যারা শহীদ হয়েছে তাদেরকে মৃত বলো না, তারা জীবিত তোমরা তা জানো না।’ বক্তব্য শেষে তিনি শহীদ পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করেন।