পটুয়াখালী
মুজিব শতবর্ষে বাউফলে জেলা প্রশাসকের সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক ॥ জেলা প্রশাসনের আয়োজনে মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলার ২৩৯ টি প্রাথমিক, ৬১ টি মাধ্যমিক, ৬৯ টি মাদরাসা ও ১০ টি কলেজে জাতীয় পতাকা বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের মাঝে ঢেউটিন, শীতার্তদের মাঝে কম্বল, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর মাঝে ভাতা, শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, ভিক্ষুক পুনর্বাসনের জন্য তিন জনকে তিনটি দোকানঘর এবং ১৫ টি ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন
অনুষ্ঠানের মধ্যমনি জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।
অনুষ্ঠান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান নিশু তালুকদার, সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল পৌর আওয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুক, সহকারী ভূমি কর্মকর্তা আনিছুর রহমান বালী, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল হক এছাড়াও উপস্থিত ছিলেন বাউফলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
বিতরণ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক উপজেলা চত্বরে শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করেন।