বরিশাল সদর
মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক ॥ আজ ৩১ আগস্ট ভয়াল ১৫ আগস্টের কলঙ্কময় মাসের শেষ দিন। এই মাসে জাতি হারিয়েছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালীকে। সেই মহান মানুষটির জন্মশতবার্ষিকী উপলক্ষে তার স্মরণে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত ‘বঙ্গবন্ধু ও বরিশাল’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন ও অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ৩১ আগস্ট সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার, বরিশাল ড. অমিতাভ সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), বরিশাল মোঃ আব্দুর রাজ্জাক, পুলিশ সুপার, বরিশাল, মোঃ সাইফুল ইসলাম, বিপিএম (বার), সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ বরিশাল, তালুকদার মোহাম্মদ ইউনুস, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মহানগর বরিশাল, এ্যাডঃ এ কে এম জাহাঙ্গীর। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এস এম ইকবাল, সভাপতি মেট্রোপলিটন প্রেসক্লাব বরিশাল, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিজন সৈয়দ দুলাল, সনাক সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে মুজিববর্ষ উপলক্ষ্যে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু ও বরিশাল শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন বিভাগীয় কমিশনার বরিশাল ড. অমিতাভ সরকারসহ অতিথিবৃন্দরা। পরে জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ২০২০ উপলক্ষ্যে দেশব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে অনলাইনের মাধ্যমে সাংস্কৃতিক প্রতিযোগিতায় (ক) (খ) ২ টি গ্রুপে তিনটি বিষয়ে একক আবৃত্তি, একক সঙ্গীত এবং ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রতিযোগিতায় ১৮ জন বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।