পটুয়াখালী
মির্জাগঞ্জে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ পটুয়াখালীর মির্জাগঞ্জে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে শ্রীমন্ত নদীতে ডুবে সাকিব (১১) নামের এক শিশু মৃত্যু হয়েছে।
শনিবার (১১ জুন) সকাল ৮ টায় উপজেলার মাধবখালী ইউনিয়নের ভুটিয়ার বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীতে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। সাকিব ওই ইউনিয়নের কিসমত-রামপুর গ্রামের মোঃ হানিফ হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকালের দিকে দুই বন্ধুর সাথে সাকিব বাড়ির পাশে ভুটিয়ার বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীতে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায় বাকী দুই বন্ধু সাকিব না দেখতে পেয়ে বাড়িতে এসে খবর দেয়। পরে অনেক খোঁজাখোঁজি করলেও তার সন্ধান মিলে নাই। সন্ধ্যা থেকে মির্জাগঞ্জ ফায়ার এস্টাসনের একটি দল নদীতে শিশুটির সন্ধান অভিযান চালালেও সাকাল পর্যন্ত উদ্ধার করতে না পারলে পরে স্থানীয়রা তাকে ভাসতে দেখে উদ্ধার করে।
এ বিষয় মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার বলেন, গোসল করতে গিয়ে নদীতে ডুবে যায় সে। ফায়ার এস্টাসনের উদ্ধার অভিযানের সময় আমরা উপস্থিত ছিলাম।