তালতলী
মায়ের সঙ্গে অভিমানে মেয়ের আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক॥ বরগুনার তালতলীতে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তানজিলা আক্তার মুক্তা (১৭) নামের এক কলেজছাত্রী।
রোববার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত মুক্তা ওই এলাকার খলিলুর রহমানের মেয়ে ও তালতলী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজছাত্রী তানজিলা আক্তার মুক্তা ও তার ছোট বোন খাইরুন নেছার (৭) সঙ্গে সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এ নিয়ে ছোট বোন খাইরুন নেছা তার মাকে বিচার দেয়। মুক্তাকে তার মা একটি লাটি দিয়ে আঘাত করেন। এ জন্য মায়ের সঙ্গে অভিমান করে মুক্তা ঘরের আড়া সঙ্গে ওড়না দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করে।
তালতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, মৃত তানজিলার মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।