বরিশাল
মাহে রমজান উপলক্ষে বরিশালে বাজার মনিটরিংএ মোবাইল কোর্ট : জরিমানা
পবিত্র মাহে রমহান উপলক্ষে বরিশালে বাজার মনিটরিং করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন জেলা প্রশাসন। শনিবার (২৫ এপ্রিল) নগরীর বাজার রোড ও চকবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। জানা যায়, জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এঁর নির্দেশনায় বিশেষ বাজার মনিটরিং,সামাজিক দূরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধে জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে বিজয় স্টোর ও আলমগীর স্টোর (নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়কারী) কে মূল্য তালিকা না থাকা এবং অধিক দামে দ্রব্য বিক্রয়ের অপরাধে ২০০০ ও ৩০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। অমীত সাহা নামে এক ব্যক্তি প্রতি কেজি ৯০ টাকার মুড়ি ১৪০ টাকা বিক্রয় করায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পলাশ নামে এক ব্যক্তি কে অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম করায় ৩০০০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি চলমান করোনাভাইরাস সংক্রান্ত উদ্বেগজনক পরিস্থিতির সুযোগ নিয়ে দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং অন্যয্য মুনাফা না করার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী ও বাজার কর্মকর্তা অভিযাবে সহযোগিতা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান, জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান স্যারের নির্দেশে আমরা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছি। একই সাথে আজ মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং করা হয়েছে। জনস্বার্থে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান অব্যহত থাকবে।