জাতীয়
মাহফিলে প্রধান বক্তার বয়ানে বাধা, সভাপতিকে জুতা নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক ::: মানিকগঞ্জের সিংগাইরে চান্দহর প্রবাসী বন্ধুমহলের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে বাধা দেওয়ায় মাহফিল সভাপতি এবং আওয়ামী লীগ নেতার ওপর জুতা নিক্ষেপ করেছে জনতা।
ঘটনাটি ঘটেছে উপজেলার চান্দহর বাজারসংলগ্ন মাঠে বৃহস্পতিবার বাদ আসর ১৪তম ওয়াজ ও দোয়া মাহফিলে। সরেজমিন প্রত্যক্ষদর্শী মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল চলাকালে বিশেষ বক্তার বয়ান শেষে রাত সাড়ে ১০টার দিকে প্রধান বক্তা মুফতি রিজওয়ান রফিকী তার ওয়াজ শুরু করেন।
মানবজাতির সৃষ্টি থেকে শুরু করে তার বক্তব্যের একপর্যায়ে মানব জাতি সৃষ্টির ডারউইন মতবাদের (বানর থেকে মানব জাতি সৃষ্টি) বিরুদ্ধে কথা বলতেই সভাপতি তাকে থামিয়ে দেন। অকথ্য ভাষায় গালমন্দ করে বক্তাকে আক্রমণ করতে উদ্যত হন তিনি।
এ সময় সেখানে উপস্থিত মুসল্লিরা ওই সভাপতিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন। এতে হট্টগোল বেঁধে ওয়াজ মাহফিল পণ্ডু হয়ে যায়। এ সময় আয়োজক কমিটির পক্ষ থেকে আগত মেহমানদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।