গৌরনদী
মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুরে বাসের ধাক্কায় শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর তহসিল অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নয়ন ওই এলাকার এনামুল হকের ছেলে। ছেলেটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়ত।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ বিন আলম জানান, দুপুরের দিকে মাদ্রাসা থেকে ফেরার পথে রাস্তা পারের সময় গৌরনদী থেকে বরিশালগামী এস আর ক্লাসিক পরিবহনের বাস নয়নকে ধাক্কা দেয়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ ঘটনায় বাসটিকে জব্দ করা হয়েছে। তবে চালক ও তার হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।