জাতীয়
মাদারীপুরের ডিসিসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ফেলা এবং ভাঙচুর করে ক্ষতি করার অভিযোগ এনে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনসহ ছয়জনের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন শিবচরে দু’জন ঠিকাদার ব্যবসায়ী। মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। দায়ের করা মামলা দু’টির বাদী হচ্ছেন শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের মনির সরদার এবং সাদুল্লা বেপারীকান্দি গ্রামের সরোয়ার বেপারী। মামলার আসামিরা হচ্ছেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন বাচ্চু, শিবচরের সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউসুফ হোসেন, সার্ভেয়ার মো. রাসেল হোসেন ও এম.এল.এসএস বাবুল মিয়া। এই ছয়জনকে আসামি করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার দুপুরে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
মামলার আরজিতে অভিযোগ আছে, বাদীরা ঠিকাদারি ব্যবসা পরিচালনার জন্য স্থানীয় চৌধুরী আনিছউদ্দিন ওয়াকফ এস্টেটের মাটি ভরাট করে উন্নয়ন কাজ করার জন্য শিবচরের ২২ নং চর বাচামারা মৌজায় ছয়টি ড্রেজার মেশিন স্থাপন করেন। বন্যার কারণে কাজ শুরু করতে না পারায় ওই স্থানে পানির মধ্যেই ড্রেজারগুলো রাখা ছিল। গত ২৮ আগস্ট শুক্রবার বেলা আনুমানিক ১টার দিকে ওয়াকফ এস্টেটের ভূমিতে গিয়ে বাদীদের ছয়টি ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে এবং অন্যান্য ১২টি মেশিন ভাঙচুর করে প্রায় ৭২ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ হোসেন মামলা গ্রহণ করে শুনানি শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ( পিবিআই) কাছে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য আদেশ প্রদান করেন। জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, আপনারা জানেন অবৈধ ড্রেজারের কারণে মাদারীপুরের বিভিন্ন স্থানে নদী ভাঙন দেখা দিয়ে ঘর বাড়িসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই সারা জেলায় ড্রেজার বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযান চলছে। মামলার বিষয়টি শুনেছি। বিস্তারিত জানতে পারিনি।