জাতীয়
মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক ॥ বিশ হাজার পিস ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইনের একটি মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফাতেমা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন পাওয়া দুজন হলেন, মো.লালন আলী ও মো.আফতাব। রায়ে আদালত তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেন। দণ্ডিত উভয় আসামি বর্তমানে পলাতক রয়েছেন। রায়ে অপর পলাতক আসামি রনি মোল্লার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দিয়েছেন আদালত।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ৭ মার্চ রাজধানীর সূত্রাপুর থানার বাহাদুর শাহ পার্ক এলাকা থেকে তিনজনকে ২০ হাজার পিস ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় তিন আসামিকে অভিযুক্ত করে ২০২১ সালে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
পরে আসামিরা হাইকোর্ট থেকে জামিনে পান। মামলার যুক্তিতর্কের শুনানির পর থেকে তারা পলাতক আছেন। তাই আদালত আসামিদের অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন।