বরিশাল
মাওলানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে বরিশালে বিভিন্ন দলের শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক ॥ মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার প্রতিকৃর্তিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা সহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ই) নভেম্বর সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে অস্থায়ী মঞ্চে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর প্রতি ফুলের শ্রদ্ধা জানান, গণ সংহতি আন্দোলন, বাংলাদেশ ইউনাইটেড কমিউনিস্ট লীগ, মাওলানা ভাসানী অনুসারী পরিষদ, মাওলানা ভাসানী পাঠাগার, ঐক্য ন্যাপ, বাসদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন।
পরে গণ সংহতি আন্দোলন বরিশাল শাখার আহবায়ক দেওয়ান আঃ রসিদ নিলুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আঃ ছত্তার, অধ্যাপক মিজানুর রহমান সেলিম, অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল, নৃপেন্দ নাথ বাড়ৈ, মাস্টার নুরুল ইসলাম, ডাঃ মনিষা চক্রবর্তী, ইমরান হাবীব রুমন ও শাকিবুল ইসলাম শাফিন প্রমুখ।