জাতীয়
মর্ডানার প্রথম ডোজ বন্ধ, ১২ আগস্ট থেকে দ্বিতীয় ডোজ চালু
রিপোর্ট দেশ জনপদ ॥ আগামী ১২ আগস্ট থেকে মর্ডানার প্রথম ডোজ বন্ধের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে ওইদিন (১২ আগস্ট) থেকে মর্ডানার দ্বিতীয় ডোজ হচ্ছে।
অন্যদিকে, আগামী ১৪ আগস্ট থেকে সারাদেশে বাধ্যতামূলক সিনোফার্মার দ্বিতীয় ডোজ চালুর নির্দেশনা দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।