ভোলা
মনপুরায় নানান আয়োজনে ঐতিহাসিক ৭ ই মার্চ পালন করলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার মনপুরায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষন ও বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যদা অর্জন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে মনপুরা থানা পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৪ টায় প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধন ও ভাষন লাইভ প্রচারের পর মনপুরা থানার সামনে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান পালন করে পুলিশ।
আলোচনা সভায় মনপুরা থানার ওসি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, মনপুরা সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, আ’লীগ সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক ও আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর ও প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেনসহ অন্যান্যরা।
পরে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শেষ হয়।