ঝালকাঠি
মঠবাড়িয়ায় ২০০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ি আটক
নিজস্ব প্রতিবেদক ॥ পিরাজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০০ পিচ ইয়াবা সহ ওমর ফারুক (২০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।
আটক ওমর ফারুক উপজেলার ধানীসাফা গ্রামের কবির হাওলাদারের ছেলে। এঘটনায় জেলা গোয়েন্দা শাখা দক্ষিণের এসআই জ্যোতির্ময় হালদার বাদি হয়ে সোমবার রাতে দুইজনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, সোমবার রাতে উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা ডিগ্রি কলেজের সম্মুখ সড়ক থেকে মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের এসআই জ্যোতির্ময় হালদার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়।
এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়িরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ওমর ফারুককে আটক করে এবং মধ্য ফুলঝুড়ি গ্রামের ছত্তার শরীফের ছেলে হাসান শরীফ (২৮) নামের একজন পালিয়ে যায়। পরে ওমর ফারুকের সাথে থাকা একটি কোমল পানীয়ের বোতল থেকে ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এঘটনায় ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় হালদার বাদি হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় মাদক ব্যবসায়ি ওমর ফারুককে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।