বরিশাল
মঠবাড়িয়ায় বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া মাহফিল
পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা এবং সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৫ টায় পৌর শহরের শহীদ মিনার পাদদেশে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব রুহুল আমিন দুলাল।
উপজেলা পৌর বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল(জাসাস)এর উপজেলা সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন,সাবেক উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত)সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম বাবুল,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজী,উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহবায়ক রিপন মুন্সি প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপির নেতা-কর্মী,যুবদল,কৃষক দল,জাসাস ও ছাএদলের সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব রুহুল আমিন দুলাল বলেন, শেষে বেতমোর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক দোয়া মোনাজাত পরিচালনা করেন।