পিরোজপুর
মঠবাড়িয়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১৭
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া থানা ও ডিবি পুলিশ সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে। আটককৃতরা হলো- আব্দুল্লাহ, জিয়াউল ইসলাম রাজিব, আকাশ মূধা, রেশমাী আক্তার, হারুন হাওলাদার, সিরাজুল হক, ফিরোজ শেখ, রাজ্জাক মল্লিক, সুমন মল্লিক, শিউলি বেগম, মাসুম,আ. গাফ্ফার, মো. হাসিব, নজরুল মুন্সি, রওন হাওলাদার, আকাশ মৃধা ও রাজু মৃধা (২৮)।
ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ এস আই মো. আল মামুন হোসেন জানান, উপজেলার বেতমোর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড জরিপেরচর মাদ্রাসা মোড়ে মুসা নাজিররে দোকানরে সামনে মাদক বেচা-কেনা হচ্ছে।গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। এসময় রাজু মৃধাকে আটক করা হয়। এসময় তাঁর দেহ তল্লাশী করে ২০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত রাজু উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের নয়া মৃধার ছেলে।
ডিবি পুলিশ দক্ষিণ বিভাগ ওসি আসলাম উদ্দিন বলেন, এস আই মো. আল মামুন হোসেন বাদি হয়ে মাদক ব্যবসায়ী রাজুর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। আটককুত রাজৃু মৃধাকে থানায় সোপর্দ করা হয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ১৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।