পিরোজপুর
মঠবাড়িয়ায় জাপা নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলামকে নৃশংস ভাবে কুপিয়ে পা বিচ্ছিন্ন করার ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনার সম্মূখ সড়কে উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান লিটনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফজলুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, প্রভাষক মোতালেব হোসেন, ফারুক হোসেন, জাপা নেতা হিরু শরীফ, যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, স্বেচ্ছা সেবক পার্টির আহবায়ক আঃ রহমান আল নোমান, যুব সংহতির সাংগঠনিক সম্পাদক সাব্বির মৃধা, পৌর যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন, পা বিচ্ছিন্ন হওয়া শফিকুলের বাবা আইয়ুব আলী সহ অনেকে।
বক্তারা বলেন, জাপা নেতা শফিকুল ইসলামের ওপর নৃশংস হামলা মধ্যযূগীয় বর্বরতাকে হার মানিয়েছে। এ নৃশংস হামলায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তারের দাবী জানান। গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সারা দেশব্যাপি জাতীয় পার্টি বৃহত্তর আন্দোলন করবে বলে হুমকি দেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল যোগে তুষখালী থেকে মঠবাড়িয়ার আসার পথে জমি ও ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা শফিকুল ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় দুর্বৃত্তদের কোপে শফিকুলের পেটের ভুড়ি বের হয়ে যায় এবং বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
এঘটনায় আহত শফিকুলের মা মমতাজ বেগম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে ৭ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।