পিরোজপুর
মঠবাড়িয়ায় কৃষককে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. সোবহান হোসেন প্যাদা (৫০) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত সোবহান হোসেনের বাড়ি মঠবাড়িয়া উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দক্ষিণ কবুতরখালী গ্রামে।
বুধবার (০৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের কাঞ্চন হাওলাদারের বাড়ির সামনের রাস্তা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন রাস্তায় রক্তাক্ত মরদেহটি দেখে স্থানীয় চৌকিদার ও পরিবারের লোকজনকে জানান। পরে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, মরদেহে তিনটি কোপের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বাড়ি থেকে কোথাও যাচ্ছিলেন। এসময় পূর্ব পরিকল্পিতভাবে কেউ তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ সেখানে ফেলে রেখে যায়। তার চার স্ত্রী রয়েছে।