পিরোজপুর
মঠবাড়িয়ায় আধুনিক ৪ তলা বিশিষ্ট বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর ॥ মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় দাউদখালীর রাজার হাটের ৪ তলা বিশিষ্ট আধুনিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে রাজার হাট শহীদ বাচ্চু আধুনিক দৃষ্টি নন্দন মাধ্যমিক এ স্কুল ভবনটি।
জানা গেছে, পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের বাস্তবায়নে ২০২০-২১ অর্থ বছরে ৩ কোটি ১৫ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে দাউদখালীর রাজার শহীদ বাচ্চু মাধ্যমিক ৪ তলা বিশিষ্ট স্কুল ভবন সম্প্রতি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। ভবনটিতে রয়েছে ১২ টি ওয়াশ রুম ও আধুনিক সিড়ি সম্পন্ন বিশেষ সুবিধা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির খান বলেন, আধুনিক এ স্কুলটি ভবনটি নির্মাণের ফলে কক্ষ সংকট দূর হয়েছে। শিক্ষার্থীরাও এখন অনেক স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। আধুনিক দৃষ্টি নন্দন এ স্কুল ভবনটি নির্মাণ হওয়ায় এলাকাবাসিও সন্তোশ প্রকাশ করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আরও জানান, আধুনিক এ স্কুল ভবনটি নির্মাণ হওয়ায় এলাকার সুনাম বেড়েছে। এলাকাবাসি শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজিকে ধন্যবাদ জানিয়েছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অলী আহাদ বলেন, শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুজিব শতবর্ষে উপহার স্বরূপ সারা দেশের স্কুল ভবনগুলো আধুনিকায়ন করছেন। সেই ধারাবাহিকতায় এ ভবনটি আধুনিক ভবন করা হয়েছে। প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করতে নিরলশ ভাবে কাজ করছেন। শীঘ্রই আনুষ্ঠানিক ভাবে নব নির্মিত আধুনিক এ স্কুল ভবনটি উদ্বোধন করা হবে।