পিরোজপুর
মঠবাড়িয়ায় ৬ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী বাজার থেকে ছয় ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধার করেছে এলাকাবাসী। সাপটির ওজন ৩ কেজি ৮০০ গ্রাম।
শনিবার (১৫ই অক্টোবর) সকালে সোনাখালী বাজার সংলগ্ন খাল থেকে এই অজগর সাপ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে উপজেলার সোনাখালি বাজার সংলগ্ন খালে নিজের মাছ ধরার জালে সাপটিকে দেখে স্থানীয় আবু হানিফ। পরে স্থানীয় কালু মিয়া হাওলাদারকে জানালে তিনি সাপটি উদ্ধার করে বস্তা ভরে রেখে দেন। পরে কালু মিয়া স্থানীয় সাংবাদিকের সাথে যোগাযোগ করেন। সাংবাদিকরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।
মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার উর্মি ভৌমিক বলেন, আমি স্থানীয়ভাবে সাপটি উদ্ধারের বিষয়টি জানতে পেরে বন কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ সেলিম বলেন, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে মাঝেরচরের গহীন বনে অবমুক্ত করে দিয়েছি।