ঝালকাঠি
মগড় ইউনিয়নের উন্নয়নের ফেরীওয়ালা হতে চায় এলামুল হক শাহীন
স্টাফ রিপোর্টার ॥ এনামুল হক শাহীন। নামটি ঝালকাঠীর নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের সর্বস্তরের মানুষের আস্তা ও ভালোবাসার একটি নাম। আলহাজ্ব আমির হোসেন আমুর আস্তাভাজন এনামুল হক শাহীন প্রথম বার চেয়ারম্যান হয়েই কেড়ে নিয়েছে সকলের মন।
বাংলাদেশ আ’লীগ থেকে ২য় বারের মতো তাকেই আবার মনোনিত করা হয়েছে। মগড় ইউনিয়নের নয়টি ওয়ার্ডেই ছিল তার সমান বিচরন। প্রতিটি সামাজিক কাজে সক্রিয় ভাবে অংশগ্রহন ছিল তার চোখে পরার মতো।
যুব সমাজের আইডল এই চেয়ারম্যান তার সম্মানির সব অর্থই ব্যয় করতেন সাধার মানুষের কল্যানে। এনামুল হক শাহীনের এমন উধারতা দেখে বিরোধীদলের নেতাকর্মীরা তাকে দেখেনে সম্মান ও ভালোবাসার চোখে। গোপনে দান করাটা তার একটা অন্যতম গুন। এমনকি রাতের আধারে তিনি সাহায্য নিয়ে পৌছে যেতেন অসহার দুয়ারে। এমনটাই বলেন, স্থানীয় বাসিন্দা সৈয়দ হেলাল। করোনা মহামারিতে সারাদেশে সরকারি-বেসরকারি ত্রাণ বিতরণ নিয়ে যখন নানা অভিযোগ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে।
তখন অসহায়-দুস্থদের সরকারি ত্রাণ সহায়তা পৌঁছে দেয়ার পাশাপাশি নিজ উদ্যোগে দেড় হাজার পরিবারের পাশে দাঁড়িয়েছেন এনামুল হক শাহীন। প্রতিটি রমজান মাসে ইউনিয়নের প্রায় সকল মসজিদেই তিনি ইফতার সামগ্রী পাঠিয়েছেন। ২নং মগড় ইউপির হতদরিদ্র পরিবারের সদস্যরা জানান, সরকারি সব ত্রাণ সহায়তা স্বচ্ছতার সঙ্গে তারা বুঝে পেয়েছেন।
এছাড়াও, যারা সরকারি ত্রাণ সহায়তা পাননি, তাদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন চেয়ারম্যান। দেশের সব জনপ্রতিনিধি এমন মানবিক হলে যেকোনো দুর্যোগ মোকাবিলা করা সম্ভব।