বরিশাল
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অনিয়মে অভিভাবকদের সংবাদ সম্মেলন
ভোলা প্রতিনিধি // ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্নসাৎ, ভর্তি অনিয়ম, কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে উৎকোচ গ্রহনসহ নানা অনিয়ম তুলেধরে লিখিত সংবাদ সম্মেলন করেছে অভিভাবকরা। (০১ অক্টোবর ২০২০) সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে ৮ম শ্রেনীর আবিদ আলমগীরের মাতা নাসিমা বেগম জানান, আমার ছেলে নিয়ম অনুযায়ী ভর্তির অনুমতি থাকলেও উৎকোচের বিনিময়ে ভর্তি করান। ৩য় শ্রেনীর ৭৯ রোলের জাকারিয়া আলজাবেরকে বাদ দিয়ে দেড় লাখ টাকার বিনীময়ে মাহতাব মাহাবুবকে ভর্তি করান। বিদ্যালয়ের কর্মচারী নাজিউর রহমান বাচ্চু তার অনিয়মের বিরোধিতা করার কারনে সাময়িক বহিস্কার করেন। পরে ১লাখ টাকার বিনীময়ে তাকে পূর্ণবহাল করার প্রস্তাব দেয় টাকা না দেওয়ায় তাকে পূর্ণবহাল করেননি উল্টো তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন এবং তাকে ১১ মাস যাবত বেতন দেন না। এছাড়াও বিদ্যালয়ের গাছ বিক্রি, নাস্তার টাকা আত্নসাৎসহ নানা অনিয়ম তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিবাক নাজমা বেগম, সাহিদা বেগম, নাসিমা বেগম, মনোয়ারা বেগম, আয়েশা বেগম। এবিষয়ে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেনকে ফোন দিলে ফোন রিসিব করে সাংবাদিক পরিচয় জেনে ফোনটি বন্ধ করে দেন।