ভোলা
ভোলা জেলা জাতীয় পার্টির প্রস্তাবিত আহ্বায়ক কমিটি অনুমোদন
নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয় পার্টির ভোলা জেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট প্রস্তাবিত আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এই কমিটিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে ও মো. নুরুন্নবী সুমনকে সদস্য সচিব করা হয়েছে। একই সঙ্গে ভোলা জেলা জাতীয় পার্টির পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে শাহ মোয়াজ্জেম আজিম গোলদার, মো. ফয়জুল ইসলাম আকন এবং মাওলানা কামাল উদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। অনুমোদিত এই কমিটিকে আগামী ৩১ আগস্টের মধ্যে সম্মেলন করে ভোলা জেলা জাতীয় পার্টির পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমানকে ভোলা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক করার জন্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় অতিরিক্ত মহাসচিব মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি’র আবেদনের পরিপ্রেক্ষিতে পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপির সুপারিশে ভোলা জেলা জাতীয় পার্টির পূর্বের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি ভোলা জেলা জাতীয় পার্টির ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হলো।