বরিশাল
ভোলায় ৪টি গাজা গাছসহ নারী আটক
নিজস্ব প্রতিবেদক : ভোলার বোরহানউদ্দিনে ৪টি গাজা গাছসহ এক নারীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। ওই নারী উপজেলার হাসান নগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মধ্যেমধলী গ্রামের মো. নাহিদের স্ত্রী রেহানা বেগম (৩০)। এ সময় অন্য আসামি রেহানার স্বামী নাহিদ পালিয়ে যায়। বৃহস্পতিবার (২৭ জুন) তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানান, আসামি নাহিদ ও স্ত্রী রেহানা দীর্ঘদিন থেকে ঘরের পাশে নিষিদ্ধ গাছ লাগিয়ে মাদক ব্যবসা করছিলে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বোরহানউদ্দিন থানার এস আই মনির হোসেন ও এস আই সিজার সঙ্গীয় মহিলা ফোর্সসহ অভিযান চালিয়ে ৪ টি তাজা গাজা গাছ ও শুকনো ৫০ গ্রাম গাজা সহ রেহানাকে আটক করলেও স্বামী নাহিদ পালিয়ে যায়। বোরহান উদ্দিন থানার ওসি শাহিন ফকির জানান, স্বামী ও স্ত্রী উভয়ের বিরুদ্ধে থানায় মাদক আইনে ১টি মামলা দায়ের হয়েছে।