ভোলা
ভোলায় ৩ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা
নিজস্ব প্রতিবেদক॥ মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী ভোলার ৩ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছ। মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এই সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
সম্মাননা প্রাপ্ত ৩ মহিলা মুক্তিযোদ্ধা হলেন ফরিদা বেগম (চরফ্যাশন), নুরন্নাহার (দৌলতখান), বিন্দু এবং রানীশার্মা( বোরহানউদ্দিন)।
এসময় জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। জীবন বাজি রেখে তারা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
সম্মাননা অনুষ্ঠানে ভোলা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর উপ-পরিচালক মো: ইকবাল হোসেন এর সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)সুজিত হাওলাদার, জেলা তথ্য অফিসার নুরুল অমিন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা প্রেসক্লাব সভাপতি বীর মুক্তযুদ্ধা হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।