ভোলা
ভোলায় ২৮ লাখ টাকার নিষিদ্ধ জাল ধ্বংস
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার তেতুঁলিয়া নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৮ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ করেছে কোস্টগার্ড। শনিবার (২৮ মে) বিকেলে উপজেলা সদরের বাঘমারা এলাকার নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়।
জব্দকৃত জালের মধ্যে ২৫টি বেহুন্দি জাল, ৩০ হাজার সিটার পাই জাল ও এক হাজার মিটার মশারি জাল রয়েছে। এসব জালের মূল্য ২৭ লাখ ৮৫ হাজার টাকা।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা (বিএন) কে এম শফিউল কিঞ্জলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালায়। এ সময় তেতুঁলিয়া নদীর বাঘমারা পয়েন্ট থেকে অবৈধ সেসব জাল জব্দ করা হয়। পরে মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ওইসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোস্টগার্ড দক্ষিণ জোনের এ অভিযান অব্যাহত রয়েছে।