দৌলতখান
ভোলায় সুপারি বাগান থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার দৌলতখান উপজেলায় সুপারি বাগান থেকে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে দৌলতখান থানা পুলিশ।
বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বৃদ্ধের নিজ সুপারি বাগান থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল সাত্তার (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
দৌলতখান থানা পুলিশ জানিয়েছেন, নিহত ওই ব্যক্তির বসতঘরের পাশে তাঁর বড় একটি সুপারি বাগান রয়েছে।
সুপারি চুরি হওয়ার আশঙ্কায় তিনি প্রতিদিন রাতে বাগানের মাচায় রাত্রিযাপন করতেন।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাতেও তিনি ওই বাগানে রাত্রিযাপন করেন। সকালে স্থানীয়রা তাঁর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ধারালো কোনো অস্ত্র দিয়ে বৃদ্ধকে নির্মমভাবে হত্যা করেছে।
এদিকে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। এসময় তাঁর সাথে দৌলতখান থানার ওসি বজলার রহমানসহ পুলিশের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।