ভোলা
ভোলায় লঞ্চ চলাচলে ৭ মাসের নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক॥ আসন্ন কালবৈশাখী মৌসুমে উপকূলীয় জেলা ভোলার বিপদজনক রুটে সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া সাত মাসের জন্য লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। মঙ্গলবার (১৫ মার্চ) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে। ভোলা বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাত মাসের জন্য ভোলার ইলিশা-মজু চৌধুরীরহাট, মির্জাকালু-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, চরফ্যাশন-মনপুরা, চরফ্যাশন-ঢালচরসহ ভোলার ইলিশ থেকে চরফ্যাশন উপজেলার ঢালচর পর্যন্ত (ডেঞ্জার জোন) সি-সার্ভেবিহীন বা বে ক্রুসিং সনদ ছাড়া কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। যদি কোনো লঞ্চ নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বিআইডব্লিউটিএ, পুলিশ ও নৌ পুলিশের অভিযান চলবে।
শহীদুল ইসলাম আরও বলেন, নিষেধাজ্ঞার রুটে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থায় সি ট্রাক চলাচল করবে।