দৌলতখান
ভোলায় রান্নাঘর থেকে চন্দ্রবোড়া উদ্ধার
নিজস্ব প্রতিনিধি ॥ ভোলার দৌলতখানে রান্নাঘর থেকে বিষধর সাপ চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) উদ্ধার ভাইপার উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বন বিভাগের কাছে সাপটি হস্তান্তর করেছেন স্থানীয়রা। এর আগে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সি বাড়ি থেকে সাপটি উদ্ধার হয়।
ভবানীপুর ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মো. আব্দুল মতিন জানান, রাত সাড়ে ৮টার দিকে মুন্সি বাড়ির সফিউল্লাহ মিয়ার ঘরে রান্নার সময় বিষধর সাপটি দেখতে পায়। পরে স্থানীয় মো. রাকিব হোসেন সাপটি বস্তায় ভরে রেখে বন বিভাগকে খবর দেন। শনিবার সকালে বন বিভাগের লোক সাপটি নিয়ে যায়।
ভোলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, উদ্ধার সাপটি রাসেল ভাইপার। শনিবার দুপুরে গভীর বনে সাপটি অবমুক্ত করা হবে।