বরিশাল
ভোলায় মাছ ধরা ট্রলার থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল কারবারীরা
নিজস্ব প্রতিবেদক : ভোলার লালমোহনে ২৪ কেজি নয়শত গ্রাম গাঁজা উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর সংলগ্ন তেঁতুলিয়া নদীর একটি মাছ ধরা ট্রলার থেকে গাঁজা উদ্ধার করে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ কর্মকর্তা (অপারেশন) লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে লালমোহন উপজেলার দেবিরচর এলাকার তেঁতুলিয়া নদীতে একটি মাছ ধরার ট্রলারে তল্লাশী চালান কোস্টগার্ড সদস্যরা। এ সময় ওই ট্রলার থেকে ২৪ কেজি নয়শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে ট্রলারে থাকা মাদক কারবারীরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। যার জন্য কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত এ সব গাঁজা থানায় হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।