বরিশাল
ভোলায় বিয়ারসহ আলোচিত মাদক কারবারি তেল কবির ও তার সহযোগী আটক
ভোলার আলোচিত মাদক কারবারি কবির হোসেন ওরফে তেল কবির ও তার এক সহযোগীকে ৫৫টি বিয়ার ক্যানসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শহরের পান বাজার এলাকা থেকে আটক করা হয়।
আটক কবির হোসেন শহরের খালপাড় রোড এলাকার মৃত অহিদুর রহমানের ছেলে। তার সহকারী রায়হান সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. লোকমান ফকিরের ছেলে।
ভোলা পুলিশ সুপার মাহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, কবির হোসেন ভোলার একজন আলোচিত মাদক কারবারি৷ তিনি দীর্ঘদিন মাদকের সঙ্গে জড়িয়ে আছেন। পুলিশ গোপন সংবাদে খবর পেয়ে শুক্রবার সকালে শহরের পান বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৫টি বিয়ার ক্যানসহ তাকে ও তার সহকারী রায়হানকে আটক করে। তাদের দু’জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।