ভোলা
ভোলায় ফেনসিডিলসহ মেহেন্দিগঞ্জের ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় গভীররাতে ৪ বোতর ফেন্সিডিলসহ দুই ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সোয়া ১ টার দিকে ভোলার ভেদুরিয়া ফেরিঘাট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার অম্বিকাপুর এলাকার রহমান খানের ছেলে মোঃ কবির খান (৩৮), একই এলাকার মৃত সুফিয়া রহমানের ছেলে কামরুল ইসলাম জনি (২৪)।
জানা গেছে- ভেদুরিয়া ইউনিয়নের ভেদুরিয়া ফেরিঘাট সংলগ্ন মহসিন হোটেলের সামনে শুক্রবার দিবাগত রাতে ভোলা সদর থানার এসআই মোঃ ফরিদ, এএসআই মনিরুল ইসলাম, এএসআই গুলজার হোসেন সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে মোঃ কবির খান ও কামরুল ইসলাম জনি (২৪)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এঘটনায় ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছ।