বরিশাল
ভোলায় নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার
ভোলার বোরহানউদ্দিনে পুকুর থেকে কালু মিয়া (৬৫) নামের এক শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের হাসপাতাল রোড এলাকার একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বোরহানউদ্দিন থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হন কালু মিয়া। অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান মেলেনি। আজ বুধবার কাচিয়া ইউনিয়নের একটি পুকুরে বস্তাবন্দী লাশ ভেসে ওঠার খবর পাওয়া যায়। বোরহানউদ্দিন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধারের পর তাঁর লাশ কালু মিয়ার বলে শনাক্ত করা হয়।
কালু মিয়া তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নারকেলগাছ পরিষ্কার করে জীবিকা নির্বাহ করতেন।
এ বিষয়ে জানতে চাইলে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীন ফকির বলেন, কালু মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে বোরহানউদ্দিন থানায় মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।