ভোলা সদর
ভোলায় ট্রলারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ
ভোলা প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশনের দুর্গম চরে ট্রলারের মধ্যে ২২ বছরের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে পাঁচ জনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল রবিবার ভোরে উপজেলার কুকরি-মুকরি ইউনিয়নের নারকেল বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়েছে। আটকরা হল্লাদক্ষিণ আইচা ৬ নম্বর ওয়ার্ডের হাসান সর্দার (২১), ৫ নম্বর ওয়ার্ডের সোহেল রানা সিকদার (২০), চরমানিকা ৩ নম্বর ওয়ার্ডের ওয়াসেল আহমেদ সিকদার (২২), চর কচ্ছপিয়া ৪ নম্বর ওয়ার্ডের মোরশেদ হাওলাদার (৩৫) ও একই এলাকার রিপন ফকির (২০)। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। দক্ষিণ আইচা থানার ওসি (তদন্ত) মিলন কুমার ঘোষ বলে, গত শনিবার রাতে চর কুকরি-মুকরি নারকেল বাগানের কাছে একটি ভাসমান ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ডের টহল টিমের সন্দেহ হয়। সেটির কাছে গিয়ে এক কিশোরীকে হাত বাঁধা অবস্থায় দেখতে পান তারা। পরে চিৎকার শুনে সেখান থেকে কিশোরীকে উদ্ধার করা হয় এবং পাঁচ জনকে আটক করে থানায় হস্তান্তর করে কোস্ট গার্ড। ওসি আরও বলে, ভিকটিমের স্বীকারোক্তি থেকে জনা যায়, আসামি সোহেলের সঙ্গে ওই কিশোরীর মোবাইলে কথা হতো। গত শনিবার ওই কিশোরী তার মায়ের চিকিৎসার জন্য সোহেলের কাছে টাকা চায়। সোহেল তাকে টাকা নিতে আসতে বলে। সে টাকা নিতে এলে সোহেল ও বাকি চার আসামি তাকে একটি ট্রলারে উঠিয়ে কুকরি-মুকরির নারকেল বাগানের কাছে নিয়ে ধর্ষণ করে। আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় এই কর্মকর্তা।