ভোলা
ভোলায় চার চোরকে আটক করে পুলিশে দিলো জনতা
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় চার চোরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত চার চোর হলেন, একই উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের সোনাডগি গ্রামের শহিজল মিয়ার ছেলে মো. রমিজ (২২), মিয়া পন্ডিতের ছেলে আল-আমীন (২১), হাসিম মিয়ার ছেলে রাকিব (২০) ও রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের শামসুল হক ঢ়াড়ীর ছেলে মো. ইছা (১৯)।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে শ্যামপুর গ্রামে চুরির উদ্দেশ্যে যায় সংবদ্ধ ওই চোরের দলটি৷ এসময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাদেরকে হাতেনাতে আটক করে।
তাদেরকে আটক করতে গিয়ে আলাউদ্দিন নামে এক দিনমজুর তাদের হাতে থাকা দাঁড়ালো দায়ের কোপে রক্তাক্ত হন।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মামুন হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকাল ৯টায় তাদেরকে উদ্ধার করে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।