ভোলা
ভোলায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলায় করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন সেবা চালু করেছে ‘সংযোগ’ নামে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। নির্দিষ্ট হটলাইন নাম্বারে ফোন দিলেই রোগীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন সিলিন্ডার। আজ মঙ্গলবার দুপুরে সেচ্ছাসেবী সংগঠন ‘সংযোগ’ এর উদ্যোগে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে অনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
এ সময় জেলা প্রশাসক বলেন, ভোলায় করোনার পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। এসময় অক্সিজেন সেবার এই উদ্যোগ অত্যন্ত প্রশংশনীয়। জেলা প্রশাসক সামাজিক সংগঠনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকেও করোনা রোগীদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার (এনডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সংগঠনের ভোলা জেলা সমন্বয়কারী আদিল হোসেন তপু, সহসমন্বয়কারী সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ নোমান, মিম, ইমতিয়াজ, সিয়াম প্রমুখ।
স্বেচ্ছাসেবী সংগঠনের জেলা সমন্বয়কারী আদিল হোসেন তপু বলেন, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভোলায় করোনা আক্রন্ত রোগীর সংখ্যা বেড়েছে এবং মৃত্যুর সংখ্যাও বেড়েছে। এ জন্য অক্সিজেনের চাহিদাও বেড়ছে। অতিরিক্ত এই চাহিদা পূরণে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন ”সংযোগ” সীমিত সাহায্য নিয়ে এগিয়ে এসেছে। প্রয়োজনে হটলাইন নাম্বারে (০১৭৫৭৩৮৪৮৪৮/ ০১৭২১০৪৯৬৮২ /০১৭৮২৫৫১৭৫৯) যে কোন সময় ফোন দিলেই বাড়িতে সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে। তিনি আরও জানান, এই কর্মসূচি বাস্তবায়নে ১০ জনের একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল কাজ করবেন।