ভোলা
ভোলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৮
নিজস্ব প্রতিবেদক ভোলার লালমোহনের দেবীরচর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী হাওলাদার ও মেলকার গ্রুপের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত আটজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
সোমবা র (১৮ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলার লালমোহন উপজেলার দেবীরচর বাজারে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আহতরা হলেন- আব্দুল মান্নান, আবু বকর, বসার রাঢ়ী, তোবারক, মাকসুদ উল্লাহ, লোকমান মেলকার, শহিদুল্লাহ ও মো. শাওন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
পরে তাদের মধ্যে গুরুতর জখম অবস্থায় শাওন নামে একজনকে উন্নত চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে নিলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান বলেও জানা গেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দেবীরচর বাজারে আধিপত্য বিস্তার ও দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনার সূত্রপাত ঘটে। গত ৫ আগস্টের পর থেকে ওই বাজারের নিয়ন্ত্রণ ছিল স্থানীয় প্রভাবশালী মেলকরা গ্রুপের দখলে।
কিন্তু আজ (সোমবার) ভোর থেকে ওই বাজারটি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালান আরেক প্রভাবশালী হাওলাদার গ্রুপ। তাদের প্রতিহত করার চেষ্টা চালান মেলকার গ্রুপ। আর এতেই উত্তপ্ত হতে থাকে ওই বাজারের পরিস্থিতি।
আরও জানা গেছে, এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত উভয় গ্রুপের মধ্যে কয়েক দফায় সংঘর্ষ চলে। এতে দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে দুই গ্রুপের আটজন গুরুতর জখম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, দেবীরচর বাজারের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।