ভোলা
ভোলার ৩ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক।। বৈরী আবহাওয়ার কারণে ভোলার তিনটি নৌরুটে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল থেকে ভোলা-লক্ষীপুর, ভোলার দৌলতখান-আলেকজেন্ডার ও তজুমদ্দিন-মনপুরা নৌরুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ। ফলে নৌপথে ওইসব এলাকার সঙ্গে ভোলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিআইডব্লিউটিএ ভোলার অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়া ও নৌ বন্ধরে ২ নম্বর সংকেত থাকায় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ওই তিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে।এদিকে সকাল থেকেই পুরো জেলায় ভারি বর্ষণ হচ্ছে। একই সঙ্গে উত্তাল রয়েছে নদী। নিম্নচাপের কারণে সমুদ্র বন্ধরে ৩ নম্বর ও নদী বন্ধরে ২ নম্বর সংকেত জারি করা হয়েছে বলে জানিয়েছেন সিপিপির (ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি) উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন।