বোরহানউদ্দিন
ভোলার গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার বোরহানউদ্দিনে আব্দুল হাকিম নামের এক যুবকের গাছে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ বছর বয়সী হাকিম উপজেলার বড় মানিকা ইউনিয়নের শান্তিরহাট গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
রোববার বেলা ১১টার দিকে বাড়ির পাশে বাগানের ২০ ফুট উঁচু একটি গাছের ডাল থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সকালে স্থানীয় লোকজন বাড়ির পাশের গাছে হাকিমের লাশ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে ২০ ফুট ডাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বোরহানউদ্দিন থানার উপপরিদর্শক মোহাইমিনুল ইসলাম শাওন জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।