ভোলা
ভোলা-চরফ্যাশন সড়ক বিচ্ছিন্ন
নিজস্ব প্রতিবেদক॥ ওসি জানান, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরী বাজার বেইলি ব্রিজ অতিক্রম করছিল। এ সময় ব্রিজটি ভেঙে অন্য যানবাহনসহ খালে পড়ে যায়। লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা দুর্ঘটনায় পড়া যাত্রী ও যানবাহন উদ্ধার করেন।
ভোলায় পাথরবোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজ ভেঙে পড়েছে। এতে কেউ হতাহত হয়নি। তবে ভোলা-চরফ্যাশন রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তির শিকার হচ্ছেন এ পথে চলাচলকারীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে লালমোহনের ডাওরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।
স্থানীয়দের বরাতে তিনি জানান, ভোলা থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই ট্রাক সকাল সাড়ে ১০টার দিকে ডাওরী বাজার বেইলি ব্রিজ অতিক্রম করছিল। এ সময় ব্রিজটি ভেঙে অন্য যানবাহনসহ খালে পড়ে যায়। লালমোহন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা দুর্ঘটনায় পড়া যাত্রী ও যানবাহন উদ্ধার করেন।
ওসি বলেন, ‘ব্রিজ ভেঙে ট্রাকসহ অটোরিকশাটি খালে পড়ে যায়। এতে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ভোলা-চরফ্যাশন রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমরা সড়ক বিভাগকে অবহিত করেছি। তারা এর সমাধান করবেন বলে জানিয়েছেন।’
সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বিপাকে পড়েছেন এ পথের যাত্রীরা। তারা বলছেন, দ্রুত ব্রিজ মেরামত করা না হলে গন্তব্যে পৌঁছাতে তাদের সময় ও খরচ বাড়বে।
মোটরসাইকেলের যাত্রী অংক্কুর রয় বলেন, ‘আমি লালমোহনের গজারিয়া থেকে ভোলা সদরে যাওয়ার জন্য রওনা হই। কিন্তু ডাওরি বাজারে বেইলি ব্রিজ ভাঙার কারণে ভোলা-চরফ্যশন সড়কে যানযট সৃষ্টি হয়। এখন এমন একটা অবস্থায় আছি বিকল্প কোনো রাস্তাও নেই যে পার হবো।’
ট্রাকচালক হারুন মিয়া বলেন, ‘চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থেকে ধান নিয়ে চট্টগ্রাম যাওয়ার কথা রয়েছে। কিন্তু ব্রিজ ভেঙে পড়ায় দুশ্চিন্তায় আছি। সময় মতো ধান পৌঁছে দিতে না পারলে সমস্যা বাড়বে। তখন আমরা কি নেব আর মালিককে কি দেব?’