ভোলা
ভোলায় সোয়া কোটি টাকার কারেন্ট জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক॥ ভোলায় ২টি দোকান ও একটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। তবে কারেন্ট জালের ব্যবসার সঙ্গে জড়িতরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
সোমবার (২০ জুন) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানা বাংলা বাজার এলাকা থেকে ওই কারেন্ট জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল মতিন খান ও মৎস্য বিভাগকে নিয়ে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। এ সময় মাছ শিকারের সামগ্রী বিক্রির দুটি দোকান ও দোকানের পাশে একটি বাড়িতে তল্লাশি করে ৩ লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় এক কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকা। কিন্তু জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, জব্দকৃত জাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও মৎস্য বিভাগের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়।