বরিশাল
ভাসুরের হাতে গৃহবধু খুনের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবেরহাট সংলগ্ন কুন্দিয়ালপাড়া এলাকায় এক নারী খুন হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
গৃহপালিত মুরগী মেরে ফেলা নিয়ে বিরোধের জের ধরে মারধরে আহত নাছিমা বেগম নামের ওই নারী শনিবার (০২ ডিসেম্বর) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার জানিয়েছেন, আমরা লিখিত বা মৌখিক কোনো অভিযোগই পাইনি। তবে এলাকার মানুষের মুখে শুনে তদন্তে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।
নিহত নাছিমা বেগমের ছেলে সাহেবেরহাট ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মো. নাঈম জানান, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) তাদের একটি মুরগি বড় চাচা সুলতান শরীফের ঘরে যায়। তারা মুরগীটিকে পিটিয়ে মেরে ফেলে।
এ ঘটনার পর মা নাছিমা বেগম ও বাবা ইনসান শরীফ প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা মা নাছিমা বেগমকে বেদম মারধর করেন। বাবা ইনসান শরীফ মাকে বাঁচাতে গেলে তাকেও মারধর করেন। পরে অসুস্থ অবস্থায় দুইজনকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করাই।
শনিবার দুপুর তিনটার দিকে মা নাছিমা বেগম মারা যান। ওদিকে আহত ইনসান শরীফ এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।
নাঈমের অভিযোগ তার চাচা সুলতান শরীফের নেতৃত্বে ছেলে জাকির, জলিল, রাসেল ও চাচি রুসিয়া বেগম তার মা নাছিমা বেগমকে হত্যা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবে বলেও জানায় নাঈম।