পিরোজপুর
ভান্ডারিয়া বৃষ্টিতে গোয়াল ঘরে আশ্রয় নেন বৃদ্ধ, বজ্রপাতে মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় টিউবওয়েল থেকে পানি আনতে গিয়ে বজ্রপাতে মো. মোফাজ্জেল হাওলাদার (৭৪) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার গরীপুর ইউনিয়নের মধ্য চড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। বৃদ্ধ মোফাজ্জেল ওই গ্রামের মৃত বন্দে আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোফাজ্জেল প্লাস্টিকের দুটি ড্রাম নিয়ে প্রতিবেশীর টিউবওয়েল থেকে পানি আনতে গেলে বৃষ্টি শুরু হয়। এ সময় পার্শ্ববর্তী সোয়েব ব্যাপারীর গোয়াল ঘরে আশ্রয় নেন। হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।