পিরোজপুর
ভাণ্ডারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মাদরাসাছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মো. তাহলা উকিল (৮) নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ জুন) সন্ধ্যার দিকে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ব্রাক অফিস সংলগ্নে দুর্ঘটনাটি ঘটে।
তাহলা ওই উপজেলার দক্ষিণ শিয়ালকাঠী গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে। সে ভাণ্ডারিয়া পৌরসভা শহরের সৌদিয়া মাদরাসায় নুরানী বিভাগে পড়তো।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় তাহলা তার মায়ের সঙ্গে বাবার ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বেপারোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাহলাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাহলাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের পর তাহলার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।