পটুয়াখালী
ভবনসহ গুঁড়িয়ে দেওয়া হলো দোকান
নিজস্ব প্রতিবেদক ॥ ভেকু মেশিন দিয়ে একটি পাকা ভবনসহ ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় সোমবার রাত তিনটার দিকে ওই ঘটনা ঘটেছে।
জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে নগরের হাট এলাকার পৌনে ছয় শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক হন একই এলাকার মিজানুর রহমান ওরফে স্বপন সরদার (৪১)। ওই জমিতে তিনি সম্প্রতি একটি ভবন নির্মাণ করে মেসার্স সরদার এন্টারপ্রাইজ নামের রড, সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম চালিয়ে আসছিলেন। গত সোমবার রাত তিটার দিকে প্রতিপক্ষ একই এলাকার আল আমিন একটি ট্রাকে করে ভেকু এনে ব্যবসা প্রতিষ্ঠান পাকা ভবনটি গুঁড়িয়ে দেন।
ভবনের মালিক মিজানুর রহমান বলেন, আল আমিন আমার ভবনটিসহ ব্যবসা কিনে নেওয়ার প্রস্তাব দেয়। এতে আমি রাজি না হওয়ায় তিনি আমাকে দেখে নেওয়ার হুমকি দেন। একপর্যায়ে তিনি আমার কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিষয়টি আমি স্থানীয় লোকজনকে জানাই। এতে আল আমিন ক্ষুব্ধ হয়ে ভেকু মেশিন এনে আমার ব্যবসা প্রতিষ্ঠান গুঁড়িয়ে দিয়েছে। এতে আমার ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে আল আমিন বলেন, অভিযোগ সত্য নয়। আমি এক বছর ধরে এলাকার বাইরে। আমার অনুপস্থিতিতে মিজানুর রহমান জোরপূর্বক আমার জায়গা দখল করে ভবন নির্মাণ করেছেন। তাছাড়া ওই জায়গা নিয়ে মামলা চলমান আছে। আদলত উভয়পক্ষকে স্থিতাবস্থায় রাখার জন্য নির্দেশ দিয়েছেন। বাউফল থানার ওসি আল মামুন সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ওই রাতেই পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।