বোরহানউদ্দিন
বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলার বোরহানউদ্দিনে ১০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১৭ জানুয়ারি) ভোর রাত ৫ টার দিকে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ এর সার্বিক তত্বাবধায়নে এস আই (নিঃ) মোঃ রেজাউল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে মাদক অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন থানাধীন চকডোষ ০৭নং ওয়ার্ডস্থ জনৈক মোঃ মোশারেফ হোসেন এর বসত ঘরের মধ্য হইতে জাতীয় মাদকদ্রব্য আইনে তাদের গ্রেফতার করেন।
এসময় তাদের কাছ থেকে ১০(দশ) পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত আসামী উপজেলার চকডোষ এলাকার মোঃ মোশারেফ হোসেনের ছেলে মোঃ সবুজ (১৯), একই এলাকার মোঃ তোফায়েলের ছেলে মোঃ শাকিল (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল আমিন (বিপিএম)।