বোরহানউদ্দিন
বোরহানউদ্দিনে ইয়াবাসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক॥ ভোলার বোরহানউদ্দিনে ইয়াবা ট্যাবলেটসহ অন্তর কর্মকার (২২) নামক এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত অন্তর কর্মকার উপজেলার টবগী ইউনিয়নের (মুলাইপত্তন) ৯নং ওয়ার্ডের প্রফুল্ল কর্মকার ও সমিতি রানী দে’র ছেলে৷
পুলিশ জানায়, মঙ্গলবার (২১ জুন) সকালে বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ এর সার্বিক তত্বাবধায়নে এসআই (নিঃ) মো. মহিউদ্দিন জুয়েল সঙ্গীয় অফিসার বগী ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে ০৯নং ওয়ার্ডস্থ মুলাইপত্তন এলাকার প্রসন্ন বাইনের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং এ বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ মো. শাহীন ফকির। তিনি বলেন, আটককৃতর বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।