জাতীয়
বোরহানউদ্দিনে ইউপি সচিবসহ ৮ জুয়ারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক ॥ ভোলা বোরহানউদ্দিনে থানা পুলিশের হাতে ইউনিয়ন পরিষদ সচিব সহ ৮ জুয়ারী আটক করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়। পরে শুক্রবার রাতেই মোবাইল কোর্টে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহি অফিসার মো: বশির গাজী। আটককৃতরা হলেন, মেহেদি হাসান, পিতা- মো: আমিরুল হোসেন, মো: মেহেদি হাসান ,পিতা- মো: আব্দুল হাই, মো: রিয়াজ, পিতা- সিরাজুল ইসলাম। এরা সবাই পৌর ২নং ওয়ার্ড এর বাসিন্দা। এছাড়া মো: রাহিদুল ইসলাম, পিতা- রফিকুল ইসলাম কুতুবা ৪নং ওয়ার্ড, মো: সাদ্দাম হোসেন, পিতা- মো: হারুন ফরাজী, মো: নুরনবী পিতা: আবু তাহের পৌর ১নং ওয়ার্ড, সুমন রায়, পিতা- শ্রী অচিন্ত রায়, মো: রাজিব হোসেন, পিতা: পারভেজ। এদের মধ্যে মেহেদি হাসান চরফ্যাশন উপজেলার নিল কমল ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে। থানা সূত্রে জানা গেছে, বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার মো: মহাইমিনুল সংর্ঙ্গীয় ফোর্স নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌর ১নং ওয়ার্ডে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ইউপি পরিষদ সচিব মেহেদি হাসান সহ ৮ জুয়ারী আটক করে থানায় নিয়ে আসেন। পরে রাতেই উপজেলা নির্বাহি অফিসার এর কার্যালয় রাতে মোবাইল কোর্টে প্রত্যেক কে ৫ হাজার করে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহি অফিসার মো: বশির গাজী। এব্যাপারে বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার মো: মহাইমিনুল জানান, জুয়া খেলা অবস্থায় ৮ জুয়ারী কে আটক করা হয়। তাদের মধ্যে মেহেদি হাসান ইউপি সচিবও রয়েছে। পরে মোবাইল কোর্টে প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। তিনি আরোও বলেন, মাদক ও জুয়া বিরোধী অভিযান তাদের অব্যাহত থাকবে।