বোরহানউদ্দিন
বোরহানউদ্দিনে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন বোরহানউদ্দিন উপজেলা আ’লীগ। উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠন সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এতে অংশ নেয়।
৭ ডিসেম্বর, সোমবার বেলা ১১টায় উপজেলা আ’লীগ অফিসের সামনে হতে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা আ’লীগের সভাপতি জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তৃতা রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমূখ।
বক্তারা ভাস্কর্য ভাংচুরের ঘটনায় যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।